আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৮৫১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) পার্থিব বস্তুর প্রতি অনাসক্ত, ধন-সম্পদের ক্ষেত্রে নিজের তুলনায় অপরকে প্রাধান্য দিতেন, দুর্বলদের মাঝে সম্পদ বণ্টন করে দিতেন। দানশীলতা আর অল্পে তুষ্ট থাকা ছিলো তাঁর স্বভাবজাত গুণ। তিনি পার্থিব বস্তুর চাইতে পরকালীন বিষয়কে অধিক ভালবাসতেন। এ ছাড়া তিনি কোন যাঞ্চাকারীকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিতেন না, কোন আবেদনকারীকেই নিষেধ করতেন না। আল্লাহ্ তাঁর উপর, তাঁর বংশধরদের উপর ও তাঁর মহীয়সী স্ত্রীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।
৮৫১। হজরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী (ﷺ) একটি স্থানে এসে উপস্থিত হলে আবূ বক্‌র (রা) তাঁকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ্! এখানে কি কারণে তাশরীফ আনলেন? তিনি বললেন, ক্ষুধার কারণে। আবূ বক্‌র (রা) তখন বললেন, সেই মহান সত্তার কসম! যিনি আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আমিও ক্ষুধার কারণে এখানে এসেছি। তারপর সেখানে উমর (রা) এসে অনুরূপ কথা বললেন। রাবী বলেন, তারপর জনৈক আনসারী একগুচ্ছ খেজুর নিয়ে সেখানে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) কে জিজ্ঞেস করলেন, এগুলো দিয়ে আমরা কি করবো? আনসারী বললেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী আধাপাকা ও পাকা খেজুর গ্রহণ করুন। রাবী বলেন, তারপর তারা সে খেজুর খেয়ে পানি পান করলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, “সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে,” এ খেজুরগুলোও নিয়ামতের অন্তর্ভুক্ত।
أبواب الكتاب
بَابٌ: ذِكْرُ زُهْدِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِيثَارِهِ الْأَمْوَالَ عَلَى نَفْسِهِ، وَتَفْرِيقِهَا عَلَى الْمُخْفِينِ مِنْ أَصْحَابِهِ إِذِ الْكَرَمُ طَبْعُهُ، وَالْبُلْغَةُ مِنْ شَأْنِهِ، وَالْقَنَاعَةُ سَجِيَّتُهُ، وَاخْتِيَارِهِ الْبَاقِي عَلَى الْفَانِي، وَأَنَّهُ مِنْ عَادَتِهِ أَلَا يَرُدَّ سَائِلًا، وَلَا يَمْنَعَ طَالِبًا، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى أَزْوَاجِهِ.
851 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْحَاسِبُ، نَا جُبَارَةُ، نَا شَرِيكٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: رِئَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَوْضِعٍ، فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَخْرَجَكَ؟ قَالَ: الْجُوعُ، قَالَ: وَأَنَا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ أَخْرَجَنِي الْجُوعُ، قَالَ: ثُمَّ جَاءَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ قَالَ: فَأَتَاهُمْ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ بِعذَقٍ، فَقَالَ لَهُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا كُنَّا نَصْنَعُ بِهَذَا كُلِّهِ؟ قَالَ: تَأْكُلُونَ مِنْ بُسْرِهِ وَرُطَبِهِ قَالَ: فَأَكَلُوا، وَشَرِبُوا عَلَيْهِ مِنَ الْمَاءِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ} [التكاثر: 8] هَذَا مِنَ النَّعِيمِ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসটি প্রথমোক্ত দীর্ঘ হাদীসের সার সংক্ষেপ। এ ধরনের ঘটনা বহুবার ঘটেছে এবং হাদীসের কিতাবে বিভিন্ন সাহাবী কর্তৃক বর্ণিত হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান