আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৮২৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ) সমস্ত কাজ ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন
৮২৪। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সব কাজ ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন। এমনকি মাথার চুল আঁচড়াতে এবং জুতো পরিধান করতেও (ডানদিক থেকে শুরু করতে পছন্দ করতেন)।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلتَّيَامُنِ فِي جَمِيعِ أَفْعَالِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
824 - حَدَّثَنَا أَبُو خَلِيفَةَ، نَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، نَا إِسْرَائِيلُ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِيهِ، أَظُنُّهُ عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِبُهُ التَّيَامُنُ فِي كُلِّ شَيْءٍ، حَتَّى فِي التَّرَجُّلِ وَالِانْتِعَالِ

হাদীসের ব্যাখ্যা:

উক্ত হাদীস থেকে প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই ডানদিক থেকে শুরু করতে পছন্দ করতেন। তবে যেসব কাজ দ্বারা রুচিশীলতা, সৌন্দর্যবোধ, শিষ্টাচার ও সম্মান-মর্যাদার সাথে সম্পৃক্ত সেগুলোই ডান থেকে শুরু করার আওতাভুক্ত। যেমন- কাপড় পরা, মাথা আঁচড়ানো, আহার করা, পায়ে চলা, ওযূ করা, গোসল করা ও মসজিদে প্রবেশ করা ইত্যাদি। এসব কাজ ডান হাত, ডান পা ও ডান দিক দিয়ে শুরু করা সুন্নত। আর যেসব কাজ সৌন্দর্য, শিষ্টাচার ও মর্যাদার সাথে সম্পৃক্ত নয় সেগুলো বাম হাত, বাম পা ও বামদিক দিয়ে শুরু করতে হয়। যেমন- জুতো খোলা, পোশাক ছাড়া, মসজিদ থেকে বের হওয়া, নাক সাফ করা ও পায়খানায় প্রবেশ করা ইত্যাদি।