আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৮১৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর গোঁফ কাটার বর্ণনা
৮১৭। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) নিজের গোঁফগুলিকে কেটে ছোট করে রাখতেন। (তা সমূলে মুণ্ডন করতেন না।) অনুরূপ হযরত ইবরাহীম খলীল (আ)-এর নীতিও ছিল যে, তিনি নিজের গোঁফ কেটে ছোট করে রাখতেন।
أبواب الكتاب
ذِكْرُ جَزِّ شَارِبِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
817 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا فَضْلُ بْنُ سَهْلٍ، نَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، نَا الْحَسَنُ بْنُ صَالِحٍ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجُزُّ شَارِبَهُ، وَكَانَ إِبْرَاهِيمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجُزُّ شَارِبَهُ.

হাদীসের ব্যাখ্যা:

বর্ণিত হাদীসের আলোকে বোঝা যায় যে, গোঁফ কেটে ছোট করে রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের একটি সুন্নত। গোঁফ কাটার নিয়ম হলো কাঁচির দ্বারা চামড়ার উপরিভাগ থেকে লোমগুলি এভাবে কেটে ফেলা যেন ঠোঁটের চামড়া নজরে ভেসে আসে।
গ্রন্থকার এ হাদীসটিকে একই শব্দমালাসহ অপর একটি সনদেও বর্ণনা করেছেন। একই কথার পুনরুক্তি যেন না ঘটে তজ্জন্য সে হাদীস আলোচনা করা হলো না।