আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৮১২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) জুমু'আর ফযীলত ও বরকত অর্জনার্থে জুমু'আর দিবস ও রজনীতে যে সব বিশেষ আমল করতেন সে সবের বর্ণনা
৮১২। হযরত আব্দুল্লাহ্ ইব্ন মুহাম্মাদ ইব্ন হাতিব তার পিতা মুহাম্মাদ ইব্ন হাতিব (রা) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) জুমু'আর দিনে নিজের গোঁফ ও নখ কাটতেন।
أبواب الكتاب
ذِكْرُ مَا تَحَرَّاهُ فِي يَوْمِ الْجُمُعَةِ وَلَيْلَتِهِ عَلَى سَائِرِ الْأَيَّامِ مُتَبَرِّكًا بِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
812 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ الدُّورِيُّ، نَا أَبُو مُصْعَبٍ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ قُدَامَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ مُحَمَّدِ بْنِ حَاطِبٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْخُذُ مِنْ شَارِبِهِ أَوْ ظُفْرِهِ يَوْمَ الْجُمُعَةِ
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসের সনদে عبد الله بن محمد بن حاطب، عن أبيه লিখিত আছে। তবে সঠিক পাঠ হলো এভাবে যে, عبد الله بن الحارث بن محمد بن حاطب কেননা মুহাম্মদ ইব্ন হাতিব মূলত আবদুল্লাহ্র পিতা নন বরং তার দাদা।
উপরোক্ত হাদীসগুলো থেকে বোঝা যায় যে, শুক্রবারের দিন বড়ই ফযীলত ও বরকতের দিন। এ দিনে পবিত্রতা ও পরিচ্ছন্নতার প্রতি বিশেষভাবে খেয়াল রাখা চাই। এ দিনে গোসল করা, নতুন কাপড় পরিধান করা, সুগন্ধি মাখা, নখ কাটা ইত্যাদি আমল সুন্নত।
উপরোক্ত হাদীসগুলো থেকে বোঝা যায় যে, শুক্রবারের দিন বড়ই ফযীলত ও বরকতের দিন। এ দিনে পবিত্রতা ও পরিচ্ছন্নতার প্রতি বিশেষভাবে খেয়াল রাখা চাই। এ দিনে গোসল করা, নতুন কাপড় পরিধান করা, সুগন্ধি মাখা, নখ কাটা ইত্যাদি আমল সুন্নত।