আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৮০৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) জুমু'আর ফযীলত ও বরকত অর্জনার্থে জুমু'আর দিবস ও রজনীতে যে সব বিশেষ আমল করতেন সে সবের বর্ণনা
৮০৯। হযরত আবূ আব্দুল্লাহ্ আল আগার্ (র) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) জুমু'আর সালাতে যাওয়ার পূর্বে নিজের গোঁফ ছোট করতেন এবং হাতের নখ কাটতেন।
أبواب الكتاب
ذِكْرُ مَا تَحَرَّاهُ فِي يَوْمِ الْجُمُعَةِ وَلَيْلَتِهِ عَلَى سَائِرِ الْأَيَّامِ مُتَبَرِّكًا بِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
809 - أَخْبَرَنَا بُهْلُولٌ الْأَنْبَارِيُّ، نَا عَتِيقُ بْنُ يَعْقُوبَ، نَا إِبْرَاهِيمُ بْنُ قُدَامَةَ، عَنْ أَبِي قُدَامَةَ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُصُّ شَارِبَهُ، وَيَأْخُذُ مِنْ أَظْفَارِهِ، قَبْلَ أَنْ يَرُوحَ إِلَى صَلَاةِ الْجُمُعَةِ

হাদীসের ব্যাখ্যা:

বর্ণিত সনদ হিসাবে যেহেতু হযরত আগার্ একজন তাবেঈ, কাজেই হাদীসটি হাদীসে মুরসাল । অবশ্য তাবরানী ও বায্‌যার গ্রন্থে হযরত আবূ হুরায়রা (রা) থেকে '***' বর্ণিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে জুমু'আর সালাতের জন্য মসজিদে গমনের পূর্বে নিজের গোঁফ ও নখ কেটে নিতেন। শুক্রবারের দিনটি যেহেতু একটি ফযীলতের দিন তাই এ দিনের দাবি হলো ব্যক্তি সর্ব প্রকারের পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বন করবে। শরীরে সুগন্ধি ব্যবহার করবে এবং সুন্দর পোশাক পরিধান করবে। হাদীসে এ দিন সম্পর্কে অনেক ফযীলতের কথা বর্ণিত হয়েছে। অবশ্য পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপার কেবলমাত্র এ দিনের সঙ্গেই সীমাবদ্ধ নয়। প্রয়োজনে অন্য দিনেও এ পরিচ্ছন্নতা অবলম্বন করতে হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান