আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৮০৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) জুমু'আর ফযীলত ও বরকত অর্জনার্থে জুমু'আর দিবস ও রজনীতে যে সব বিশেষ আমল করতেন সে সবের বর্ণনা
৮০৮। হযরত ইকরিমা (র) হযরত আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) গরমের মৌসুমে শুক্রবার রাতে সফরের জন্য যাত্রা করতেন। আর শীতের মৌসুমে তাঁর গৃহে প্রত্যাবর্তনও হতো শুক্রবার রাতে।
أبواب الكتاب
ذِكْرُ مَا تَحَرَّاهُ فِي يَوْمِ الْجُمُعَةِ وَلَيْلَتِهِ عَلَى سَائِرِ الْأَيَّامِ مُتَبَرِّكًا بِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
808 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نَا أَبُو كُرَيْبٍ، نَا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُمَرَ بْنِ مُوسَى، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَخْرُجُ إِذَا دَخَلَ الصَّيْفُ لَيْلَةَ الْجُمُعَةِ وَإِذَا دَخَلَ الشِّتَاءُ دَخَلَ لَيْلَةَ الْجُمُعَةِ
হাদীসের তাখরীজ (সূত্র):
টীকা লেখক আবুল ফযল আবদুল্লাহ্ মুহাম্মদ সিদ্দীক আল গিমারী এ হাদীসের টীকায় লিখেছেন যে, হাদীসটি মাউযূ তথা জাল হাদীস। এ হাদীসের সনদে এমন একজনের নাম পাওয়া যায় যার সম্পর্কে মিথ্যা বলার অভিযোগ রয়েছে। তা ছাড়া অর্থের দিক থেকেও হাদীসটি অসম্পূর্ণ।