আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৮০৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) জুমু'আর ফযীলত ও বরকত অর্জনার্থে জুমু'আর দিবস ও রজনীতে যে সব বিশেষ আমল করতেন সে সবের বর্ণনা
৮০৭। আব্দুল কুদ্দুস (র) হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী (ﷺ) যখন কোন নতুন পোশাক পরিধান করতেন তখন তা শুরু করতেন শুক্রবার থেকে।
أبواب الكتاب
ذِكْرُ مَا تَحَرَّاهُ فِي يَوْمِ الْجُمُعَةِ وَلَيْلَتِهِ عَلَى سَائِرِ الْأَيَّامِ مُتَبَرِّكًا بِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
807 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ بَحْرٍ، نَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْكَبِيرِ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، نَا عَنْبَسَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْأَسْوَدِ أَوْ أَبِي الْأَسْوَدِ، عَنْ عَبْدِ الْقُدُّوسِ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا لَبِسَهُ يَوْمَ الْجُمُعَةِ
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসের আলোকে বোঝা যায় যে, নতুন কোন জিনিসের ব্যবহার শুরু করতে চাইলে তা বরকতের দিন অর্থাৎ শুক্রবার থেকে ব্যবহার শুরু করা চাই। শুক্রবারের দিন বড়ই বরকতের দিন। সপ্তাহের অন্যান্য দিনের মধ্যে এটি সর্বোত্তম দিন । মুসলিমদের জন্য এ দিনটি সাপ্তাহিক ঈদ ও আনন্দের দিন। এ দিনে এমন একটি সময় আছে যে, তখন আল্লাহ্র কাছে যে দু'আই করা হোক তা অবশ্যই কবুল হয়। শুক্রবার তথা জুমু'আর দিন সম্পর্কে হাদীসে বহু ফযীলতের কথা বর্ণিত আছে।