আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৮৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মিষ্টি ভাষণ ও শুভ লক্ষণ গ্রহণের প্রতি অনুরাগের বর্ণনা
৭৮৯। মুতার্রিফ ইবন্ আব্দুল্লাহ্ (র) তাঁর পিতা আব্দুল্লাহ্ (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কাউকে তার নাম জিজ্ঞেস করতেন তখন যদি নামটি সুন্দর হতো তা হলে তা নবী (ﷺ)-এর চেহারা মুবারক দেখেই অনুমান করা যেতো। আর যদি নামটি মন্দ হতো তাও তাঁর চেহারা থেকে বোঝা যেতো। অনুরূপ তিনি যখন কোন জনপদের নাম জিজ্ঞেস করতেন তখনও এ অবস্থা হতো।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلْفألِ وَالْحَسَنِ مِنَ الْقَوْلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
789 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ دَاوُدَ، نَا أَبُو زُرْعَةَ الدِّمَشْقِيُّ، نَا يَحْيَى بْنُ صَالِحٍ، نَا سَعِيدُ بْنُ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَأَلَ عَنِ اسْمِ الرَّجُلِ، فَإِنْ كَانَ حَسَنًا، عِرِفَ ذَلِكَ فِي وَجْهِهِ وَإِنْ كَانَ سَيِّئًا عُرِفَ ذَلِكَ فِي وَجْهِهِ، وَإِذَا سَأَلَ عَنِ اسْمِ قَرْيَةٍ، فَكَذَلِكَ
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীসের আলোকে বোঝা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে ভাল নাম পছন্দনীয় ছিল। যে নামের অর্থ ভাল, যে নাম মনে খুশির উদ্রেক করে সে নাম শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আনন্দ প্রকাশ করতেন। আর নাম যদি মন্দ কিংবা অপছন্দনীয় হতো তা হলে তাতে তাঁকে খুশি দেখা যেত না। ব্যক্তি কিংবা স্থানের নামের ব্যাপারে তার প্রতিক্রিয়া একই ছিল। বর্তমান যুগে মানুষ নাম রাখার ক্ষেত্রে খুবই অসতর্কতা ও উদাসীনতার পরিচয় দিচ্ছে। কতিপয় লোকের অবস্থা তো এমন যে, পাশ্চাত্য ভাবধারায় বিগলিত হয়ে আপন সন্তান-সস্তুতির নাম ইসলামী নামের বদলে অনৈসলামিক নাম রাখাকে গৌরবের বিষয় বলে মনে করে। নামটির অর্থ কি এর প্রতি আদৌ ভ্রূক্ষেপ করে না। যেমন ছেলেদের নাম বল্টু রাখা কিংবা মেয়েদের নাম 'পুতুল' অথচ এগুলো ইসলামী নাম নয়, সম্পূর্ণ অনৈসলামিক নাম।