আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৮৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর উপবেশন, হেলান দেয়া ও চাদর মুড়ি দেওয়া ও পথ চলার বর্ণনা
৭৮৫। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী (ﷺ) তাঁর সাহাবীগণের মাঝে উপবিষ্ট ছিলেন। হঠাৎ তাঁদের সামনে জনৈক বেদুঈন এসে বললো, তোমাদের মধ্যে আব্দুল মুত্তালিবের সন্তান কোন্ জন? সাহাবীগণ বললেন, তিনি হলেন এই লাল শুভ্র বর্ণের লোকটি যিনি কনুইয়ের উপর হেলান দিয়ে রয়েছেন। অতএব বেদুঈন লোকটি নবী (ﷺ)-এর নিকটে পৌঁছে গেলো। (বর্ণিত হাদীসের অপর রাবী) হযরত হামযা (রা) বলেন, الأمغر বলতে শুভ্র বর্ণের এমন লোককে বুঝায় যার শরীরের শুভ্রতায় কিছুটা লালচে বর্ণ মিশ্রিত থাকে। অনুরূপ المرتفق শব্দের অর্থ হলো কনুইয়ের উপর হেলানদানকারী।
أبواب الكتاب
ذِكْرُ جُلُوسَهِ وَاتِّكَائِهِ وَاحْتِبَائِهِ وَمَشْيِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
785 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ، أنا حَمْزَةُ بْنُ الْحَارِثِ بْنِ عَمِيرَةَ، قَالَ: سَمِعْتُ أَبِي يَذْكُرُ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ أَصْحَابِهِ جَالِسٌ، إِذْ جَاءَهُمْ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ، فَقَالَ: أَيُّكُمُ ابْنُ عَبْدِ الْمُطَّلِبِ؟ قَالُوا: هَذَا الْأَمْغَرُ الْمُرْتَفِقُ. قَالَ حَمْزَةُ: الْأَمْغَرُ الْأَبْيَضُ مُشَرَّبًا حُمْرَةً، الْمُرْتَفِقُ مُتَّكِئٌ عَلَى مِرْفَقِهِ

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীসের আলোকে বোঝা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শরীরের বর্ণ ছিলো লালচে আভাযুক্ত ফর্সা বর্ণ। মানুষের শরীরের এ বর্ণ অনেকটা ব্যতিক্রমধর্মী। আর এ ব্যতিক্রমের কারণেই যে কোন আগন্তুকের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রথম দৃষ্টিতেই চিনতে ভুল হতো না। গ্রন্থকার আলোচ্য হাদীস থেকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপবেশন পদ্ধতি প্রমাণ করতে চাচ্ছেন। সে মতে হাদীস থেকে বোঝা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনুইয়ের উপর হেলান দিয়েও উপবেশন করতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান