আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৮৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর উপবেশন, হেলান দেয়া ও চাদর মুড়ি দেওয়া ও পথ চলার বর্ণনা
৭৮৪। হযরত জাবির ইব্‌ন সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর দরবারে উপস্থিত হলাম। এ সময় তিনি একটি বালিশের উপর হেলান দিয়ে বসা ছিলেন। বালিশটি তাঁর বাম দিকে ছিল।
أبواب الكتاب
ذِكْرُ جُلُوسَهِ وَاتِّكَائِهِ وَاحْتِبَائِهِ وَمَشْيِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
784 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ هَارُونَ بْنِ رَوْحِ الْبَرْدَعِيُّ، نَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدِ بْنِ حَاتِمٍ، نَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، نَا إِسْرَائِيلُ بْنُ يُونُسَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُتَّكِئٌ عَلَى وِسَادَةٍ عَلَى يَسَارِهِ

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীসে হেলান দেওয়ার বালিশটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাম পার্শ্বে ছিল বলে উল্লেখ করা হয়েছে। বস্তুত এটি কোন পরিকল্পিত ব্যাপার নয়। বালিশটি কেবল বাম দিকেই থাকতে হবে এমন ধরাবাধা নিয়ম নেই। ডান দিকে হোক কিংবা বাম দিকে তাতে কোন দোষ নেই।বালিশটি যে দিকে রাখার দ্বারা আরাম করা যায় সে দিকেই রাখা জায়েয আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান