আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৬৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর তাঁর সাহাবীদের সঙ্গে বহুল পরিমাণে পরামর্শ করা
৭৬৩। হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) অপেক্ষা লোকজনের সাথে অধিক পরামর্শকারী কোন ব্যক্তি দেখিনি।
أبواب الكتاب
ذِكْرُ كَثْرَةِ مَشُورَتِهِ لِأَصْحَابِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
763 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْعَبَّاسِ الْمَقَانِعِيُّ، نَا أَحْمَدُ بْنُ مَاهَانَ، أَخْبَرَنِي أَبِي، نَا طَلْحَةُ بْنُ زَيْدٍ، عَنْ عَقِيلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: مَا رَأَيْتُ رَجُلًا أَكْثَرَ اسْتَشَارَةً لِلرِّجَالِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

হাদীসের ব্যাখ্যা:

(হযরত আয়েশা সিদ্দীকা (রা) বর্ণিত এ হাদীসের অর্থ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নীতি ছিল যে, তিনি সর্বদা সকল কাজ পরামর্শের মাধ্যমে সম্পাদন করতেন। পরামর্শের মাধ্যমে কাজ করার মধ্যে বহু উপকারিতা ও বরকত বিদ্যমান। পরামর্শের কারণে কাজে ভুল ও ত্রুটির ভয় কম থাকে। এই বিষয়ে আরো একটি হাদীস হযরত আবূ হুরায়রা (রা)-এর সূত্রে 'জামি তিরমিযী' গ্রন্থে باب المشورة (পরামর্শ অনুচ্ছেদ) বর্ণিত আছে। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরামর্শ করার বিষয়টি হতো যুদ্ধ কিংবা মুসলিম জনকল্যাণ কিংবা এ পর্যায়ের দুনিয়াবী বিষয়াদির ক্ষেত্রে। কেননা, দীনী কোন ব্যাপারে কিংবা শরয়ী বিধান নির্ধারণের ক্ষেত্রে এ পরামর্শের আদৌ প্রয়োজন ছিলো না এবং তা পরামর্শের মাধ্যমে নির্ধারণের কোন বিষয়ও নয়।