আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৫৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাঁচি দেয়ার মুহূর্তে মহানবী (ﷺ)-এর কর্মনীতি
৭৫৮। হযরত আবূ হুরায়রা (রা) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি যখন হাঁচি দিতেন তখন হাঁচির আওয়াজ ছোট করতেন এবং নিজের মুখমণ্ডল সামলে রাখতেন।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ عِنْدَ عَطْسَتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
758 - حَدَّثَنَا ابْنُ رُسْتَةَ، نَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، نَا خَالِدُ بْنُ الْحَارِثِ، نَا ابْنُ عَجْلَانَ، بِإِسْنَادِهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كَانَ إِذَا عَطَسَ غَضَّ بِهَا صَوْتَهُ، وَأَمْسَكَ عَلَى وَجْهِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান