আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৪৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর উপহার গ্রহণ করা এবং তার প্রতিদান দেওয়ার বর্ণনা
৭৪৫। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) নিজের জন্য সাদাকা গ্রহণ করতেন না তবে উপহার গ্রহণ করতেন।
أبواب الكتاب
ذِكْرُ قَبُولِهِ الْهَدِيَّةَ وَإِثَابَتِهِ عَلَيْهَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
745 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ بْنِ شَبِيبٍ، نَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، نَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ حَارِثَةَ بْنِ أَبِي الرِّجَالِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَقْبَلُ الصَّدَقَةَ وَيَقْبَلُ الْهَدِيَّةَ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য সাদাকা গ্রহণ করতেন না। কারণ, সাদাকা ও খয়রাত হচ্ছে মানুষের মাল ও প্রাণের ময়লা। একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পরিবারবর্গ সাদাকা ও খয়রাত গ্রহণকারী হতে পারেন না। এ প্রসংগে মিকাত শরীফের একটি হাদীসে বলা হয়েছেঃ
عن عبد المطلب بن ربيعة قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنْ هذِهِ الصَّدَقَات إِنَّمَا هِي أوسَاغ النَّاسِ وَإِنَّهَا لا تَحِلُّ لِمُحَمد وَلا لال محمد (مسلم)
আবদুল মুত্তালিব ইব্ন রাবীআ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাদাকা ও খয়রাত মানুষের জান ও মালের ময়লা। তা মুহাম্মদ ও মুহাম্মদের পরিবারের লোকদের জন্য হালাল নয়। (মুসলিম)
عن عبد المطلب بن ربيعة قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنْ هذِهِ الصَّدَقَات إِنَّمَا هِي أوسَاغ النَّاسِ وَإِنَّهَا لا تَحِلُّ لِمُحَمد وَلا لال محمد (مسلم)
আবদুল মুত্তালিব ইব্ন রাবীআ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাদাকা ও খয়রাত মানুষের জান ও মালের ময়লা। তা মুহাম্মদ ও মুহাম্মদের পরিবারের লোকদের জন্য হালাল নয়। (মুসলিম)