আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৪২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর উপহার গ্রহণ করা এবং তার প্রতিদান দেওয়ার বর্ণনা
৭৪২। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) হাদিয়া (উপহার) গ্রহণ করতেন এবং তার প্রতিদান দিতেন।
أبواب الكتاب
ذِكْرُ قَبُولِهِ الْهَدِيَّةَ وَإِثَابَتِهِ عَلَيْهَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
742 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْفِرْيَابِيُّ، نَا أَبُو أَيُّوبَ سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، نَا عِيسَى بْنُ يُونُسَ، نَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْبَلُ الْهَدِيَّةَ، وَيَثِيبُ عَلَيْهَا

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া প্রদানকারীর হাদিয়া গ্রহণ করতেন যাতে সে মনে কষ্ট না পায়। আর তিনি তার বিনিময়ে হাদিয়াও প্রদান করতেন। কোনো কোনো হাদীসে বলা হয়েছে যে, প্রাপ্ত হাদিয়ার চেয়ে তিনি উত্তম হাদিয়া দিতেন। কারণ, হাদিয়াদাতা যদি ভক্তি ও ভালবাসার খাতিরে কষ্ট করে হাদিয়া প্রদান করে থাকে তাহলে যেন তার মন জয় হয় এবং সে ক্ষতিগ্রস্ত না হয়। অনুরূপ হাদিয়া মূল্যবান হোক বা না হোক হাদিয়াদাতা যাতে মনে কষ্ট না পায় বরং সন্তুষ্ট হয় সেজন্য তিনি তা ফিরিয়ে না দিয়ে গ্রহণ করতেন। একটি হাদীসে বলা হয়েছে, তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো এতে পারস্পরিক ভালবাসা বৃদ্ধি পায়।