আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৪১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) বাসর রাতে তাঁর স্ত্রীদের সালাম দিয়েছেন
৭৪১। হযরত উম্মে সালামা (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁকে বিয়ে করার পর বাসর রাতে ঘরে প্রবেশ করে সালাম দিয়েছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ التَّسْلِيمِ عَلَى أَهْلِهِ لَيْلَةَ الْبِنَاءِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
741 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رُسْتَةَ، نَا عَبْدُ اللَّهِ بْنُ عِمْرَانَ، نَا أَبُو دَاوُدَ، نَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا تَزَوَّجَهَا فَأَرَادَ أَنْ يَدْخُلَ عَلَيْهَا، سَلَّمَ
হাদীসের ব্যাখ্যা:
সালাম দেয়া ইসলামের বিধান এবং অতীব কল্যাণ ও বরকতের কারণ। পরিচয় থাক বা না থাক কোন মুসলিমের সাথে সাক্ষাত হলেই সালাম দিতে হবে। এবং বাড়িতে গেলে বাড়ির লোকদেরকেও সালাম বলতে হবে। শিশুদেরকেও সালামে অভ্যস্ত করে তুলতে হবে। খ্রিস্টানদের মতো হাত মিলালেই সালাম আদায় হয় না।