আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৩১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর বাণীঃ নারী ও সুগন্ধিকে আমার প্রিয় বানিয়ে দেয়া হয়েছে
৭৩১। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর একটা পাত্র ছিলো। তিনি রাতের বেলা তার মধ্যে মিসওয়াক রাখতেন। রাতে তিনি যখন (তাহাজ্জুদের জন্য) উঠতেন তখন প্রাকৃতিক প্রয়োজন সেরে মিসওয়াক করতেন এবং তারপর স্ত্রীদের ঘরে সুগন্ধি খুঁজে নিয়ে ব্যবহার করতেন।
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: حُبِّبَ إِلَيَّ النِّسَاءُ وَالطِّيبُ
731 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ، نَا أَبُو زُرْعَةَ، نَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، نَا أَبُو بِشْرٍ الْمُزَلِّقُ، صَاحِبُ الْبَصْرِيِّ، نَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَاءٌ، مِنَ اللَّيْلِ عَلَيْهِ سِوَاكُهُ، فَإِذَا قَامَ مِنَ اللَّيْلِ خَلَا، وَاسْتَنْجَى، وَاسْتَاكَ، ثُمَّ يَطْلُبُ الطِّيبَ فِي جَمِيعِ رِبَاعِ نِسَائِهِ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে খোশবুর কথা উল্লেখ থাকায় গ্রন্থকার হাদীসটি এ অনুচ্ছেদে উদ্ধৃত করেছেন। হাদীসের বিষয়বস্তু থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি খুব পছন্দ করতেন। নির্জনে ও রাত্রে যেহেতু তিনি ফেরেশতাদের সাথে সাক্ষাত করতেন, কথাবার্তা বলতেন এবং হযরত জিব্রাঈল (আ) তাঁর কাছে ওহী নিয়ে আসতেন এ কারণে সেই সময় তিনি সুগন্ধির প্রয়োজন বেশি অনুভব করতেন। কেননা, ফেরেশতাগণ সুগন্ধি পছন্দ করেন এবং দুর্গন্ধ ঘৃণা করেন। একই কারণে তিনি পিয়াজ এবং রসুনও ব্যবহার করতেন না যাতে ফেরেশতাগণ কষ্ট না পান।
tahqiqতাহকীক:তাহকীক চলমান