আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৩০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর বাণীঃ নারী ও সুগন্ধিকে আমার প্রিয় বানিয়ে দেয়া হয়েছে
৭৩০। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত যে, তিনি কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না । তিনি আরও বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না।
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: حُبِّبَ إِلَيَّ النِّسَاءُ وَالطِّيبُ
730 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ، نَا عَبْدُ اللَّهِ بْنُ عِمْرَانَ، نَا أَبُو دَاوُدَ، نَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ، عَنْ عَزْرَةَ بْنِ ثَابِتٍ، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ كَانَ لَا يَرُدُّ الطِّيبَ، وَحَدَّثَ أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَرُدُّهْ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে যেহেতু সুগন্ধির কথা উল্লেখ আছে তাই গ্রন্থকার আলোচ্য অনুচ্ছেদে তা উল্লেখ করেছেন। এ বিষয়ে আরো অধিক ব্যাখ্যা প্রথমাংশে ذكر محبته للطيب (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুগন্ধি প্রীতি) অনুচ্ছেদে পূর্বেই বর্ণনা করা হয়েছে। একটি হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি জিনিস ফিরিয়ে দেয়া উচিত নয়ঃ বালিশ, তেল ও সুগন্ধি এবং দুধ। (শামায়েলে তিরমিযী)