আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭২৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর জন্য মিঠা পানি সরবরাহ করার বর্ণনা
৭২৬। হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আনসারদের এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য পানি ঠাণ্ডা করতো। সে পানির মশ্‌ক খেজুরের ডাল নির্মিত তিন কোণ বিশিষ্ট একটি কাঠামোর ওপর রেখে এ কাজ করতো।
أبواب الكتاب
مَا ذُكِرَ أَنَّهُ كَانَ يُسْتَعْذَبُ لَهُ الْمَاءُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
726 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الرَّازِيُّ، نَا أَبُو زُرْعَةَ، نَا مَهْدِيُّ بْنُ جَعْفَرٍ، نَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَعْقُوبَ بْنِ مُجَاهِدٍ أَبِي حَزْرَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ يُبَرِّدُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَاءَ فِي شِجَابٍ لَهُ عَلَى حِمَارَةٍ مِنْ جَرِيدٍ

হাদীসের ব্যাখ্যা:

ঐ সাহাবীর নাম সম্পর্কে ভিন্ন ভিন্ন রেওয়ায়েত রয়েছে। কোন রেওয়ায়েতে নাম হুশাইস ইব্‌ন নাসর আসলামী এবং কোন রেওয়ায়েতে আবুল হাইমাস ইব্‌ন তাইহান বলা হয়েছে। পানি ঠাণ্ডা করার এই নিয়ম প্রাচীনকালে চালু ছিলো। খেজুর গাছের তিনটি খণ্ড পরস্পর গামলার আকারে বেঁধে তার ওপর মশ্‌ক কিংবা পানি পাত্র রেখে দেয়া হতো। উন্মুক্ত থাকার কারণে চারদিক থেকে বাতাস লেগে পানি দ্রুত ঠাণ্ডা হয়ে যেতো।