আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭২৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর জন্য মিঠা পানি সরবরাহ করার বর্ণনা
৭২৫। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর জন্য 'সুক্‌ইয়া' নামক স্থান থেকে সুস্বাদু পানি আনা হতো। 'সুক্‌ইয়া' হারার পার্শ্ববর্তী অমুক গোত্রের (বনী যুরায়েক) আবাসস্থলের সন্নিকটস্থ একটি স্থানের নাম যা মদীনা থেকে দুই মাইল দূরত্বে অবস্থিত।
أبواب الكتاب
مَا ذُكِرَ أَنَّهُ كَانَ يُسْتَعْذَبُ لَهُ الْمَاءُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
725 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الرَّازِيُّ، نَا أَبُو زُرْعَةَ، نَا عَتِيقُ بْنُ يَعْقُوبَ، نَا مُحَمَّدٌ، وَعُبَيْدُ اللَّهِ، ابْنَا الْمُنْذِرِ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ عُرْوَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ يُسْتَعْذَبُ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَاءُ مِنَ السُّقْيَا. وَالسُّقْيَا مِنْ أَطْرَافِ الْحَرَّةِ عِنْدَ أَرْضِ بَنِي فُلَانٍ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকেও জানা যায় যে, কোন স্থান থেকে সুস্বাদু কোমল পানি নিয়ে আসায় কোন ক্ষতি নেই । সুস্বাদু পানি আল্লাহ্‌র অন্যতম নিয়ামত। এ পানির ব্যবহার কৃচ্ছ্রতা ও তাক্‌ওয়ার পরিপন্থী নয়।