আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭১৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর দাঁড়িয়ে ও বসে পানি পান করার বর্ণনা
৭১৯। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) উন্মে সুলায়মের বাড়িতে প্রবেশ করে দেখলেন পানিভর্তি একটি মশ্ক লটকানো আছে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়েই তা থেকে পানি পান করলেন। রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পান করার পর উন্মে সুলায়ম (রা) উঠে মশ্কের কাছে গেলেন এবং রাসূলুল্লাহ্ (ﷺ) যে স্থানে মুখ লাগিয়ে পান করেছিলেন সে অংশটা কেটে নিলেন। তিনি বললেন, আমি এই মশ্কের মুখ (বরকত লাভের জন্য) এ কারণে কেটেছি যাতে নবী (ﷺ)-এর পর আর কেউ সেখানে মুখ লাগিয়ে পান করতে না পারে।
أبواب الكتاب
ذِكْرُ شُرْبِهِ قَائِمًا وَقَاعِدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
719 - حَدَّثَنَا حَسَنُ بْنُ هَارُونَ بْنِ سُلَيْمَانَ، نَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، نَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُمِّ سُلَيْمٍ، فَرَأَى قِرْبَةٍ مُعَلَّقَةً فِيهَا مَاءٌ، فَشَرِبَ مِنْهَا، وَهُوَ قَائِمٌ، فَقَامَتْ إِلَيْهَا أُمُّ سُلَيْمٍ، فَقَطَعَتْهَا بَعْدَ شُرْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا، ثُمَّ قَالَتْ: لَا يَشْرَبُ مِنْهَا أَحَدٌ بَعْدَ شُرْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে বর্ণিত দু'টি বিষয় বিশেষ করে বুঝতে হবে। প্রথমটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করেছেন। এ বিষয়ে ইতিপূর্বে বর্ণিত হাদীসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, তিনি মশ্কে মুখ লাগিয়ে পানি পান করেছেন। এর বিপরীতে এমন সব হাদীসও আছে যাতে তিনি মশ্কে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন। হাদীস বিশারদগণ এর সমন্বয় করেছেন এভাবে যে, এটাও হয়তো ইসলামের প্রথম যুগের ঘটনা ছিলো এবং যে সব হাদীসে নিষেধ করা হয়েছে সেগুলো পরবর্তী সময়ের হাদীস অথবা কেবল বৈধতা প্রকাশের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশ্কে মুখ লাগিয়ে পানি পান করেছেন যাতে তা সে অকাট্য হারাম নয় বরং নিয়ম ও শিষ্টাচারের পরিপন্থী তা বোঝা যায়। এমনও হতে পারে যে, মশ্কের মধ্য থেকে কোন পোকামাকড় বের হয়ে ক্ষতি সাধন করবে। যেমন একজন সাহাবীর ক্ষেত্রে ঘটেছিলো। তিনি মশ্ক থেকে পানি পানকালে একটি সাপ বেরিয়ে এসেছিলো। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশ্কের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন।