আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭১৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর দাঁড়িয়ে ও বসে পানি পান করার বর্ণনা
৭১৬। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) দাঁড়িয়ে ও বসে পান করেছেন, জুতা পরে এবং জুতা খুলে (উভয় অবস্থায়) সালাত পড়েছেন এবং সালাত শেষে ডান ও বাঁ (দুই দিক) থেকে উঠে মুসল্লা হতে ফিরেছেন।
أبواب الكتاب
ذِكْرُ شُرْبِهِ قَائِمًا وَقَاعِدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
716 - حَدَّثَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ الرَّحْمَنِ بْنِ أَبِي حَاتِمٍ، نَا أَبُو عُتْبَةَ، نَا بَقِيَّةُ، نَا الزُّبَيْدِيُّ، نَا مَكْحُولٌ، أَنَّ مَسْرُوقًا حَدَّثَهُمْ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ قَائِمًا وَقَاعِدًا، وَصَلَّى حَافِيًا وَمُنْتَعِلًا، وَانْصَرَفَ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে তিনটি বিষয় বলা হয়েছেঃ এক. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে এবং (ওযরের ভিত্তিতে কখনো কখনো) দাঁড়িয়ে (দুভাবেই) পানি পান করেছেন। দুই. তিনি জুতা পরে এবং জুতা খুলে (দুভাবেই) সালাত পড়েছেন। তিন. সালাত শেষে সালাম ফিরিয়ে তিনি ডান এবং বাঁ (দুই পাশ থেকেই) উঠে চলে যেতেন। কখনো কোন পার্শ্ব নির্দিষ্ট করে নেন নি। তিনি তাঁর আমল দ্বারা দুই পন্থারই বৈধতা বর্ণনা করেছেন। তবে কোন্টি উত্তম পরে তা নির্দিষ্ট করে দিয়েছেন।