আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭১৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
অন্যদের পানি পান করানোর সময় নবী (ﷺ) নিজে সবার শেষে পান করতেন
৭১৩। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত যে, একবার নবী (ﷺ) দাঁড়িয়ে পান করলেন। তখন তাঁর ডান দিকে ছিলো এক বেদুঈন এবং বাঁ দিকে ছিলেন হযরত আবূ বক্র (রা)। তিনি (নিজে পান করার পর) সে বেদুঈনকে দিয়ে বললেনঃ প্রথমে ডান দিকের ব্যক্তি এবং পরে তার ডান দিকের ব্যক্তিকে ক্রমান্বয়ে দিতে হবে।
أبواب الكتاب
مَا رُوِيَ عَنْهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا سَقَى قَوْمًا كَانَ آخِرَهُمْ شُرْبًا
713 - حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مَحْمُودُ بْنُ مُحَمَّدٍ الْوَاسِطِيُّ، نَا ابْنُ أَبِي شُعَيْبٍ الْحَرَّانِيُّ، نَا مِسْكِينُ بْنُ بُكَيْرٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ قَائِمًا، وَعَلَى يَمِينِهِ أَعْرَابِيُّ، وَعَنْ شِمَالِهِ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ، فَأَعْطَاهُ الْأَعْرَابِيَّ، وَقَالَ: الْأَيْمَنَ، فَالْأَيْمَنَ
হাদীসের ব্যাখ্যা:
এসব হাদীস থেকে পানি পান করা এবং পান করানোর নিয়ম জানা যায়। যিনি একদল লোককে পান করান তার জন্য নিয়ম হচ্ছে, সবাইকে পান করানোর পর সবশেষে তিনি পান করবেন। কেউ যদি পান করতে থাকে বা পান করার পরে নিজের সঙ্গী কাউকে পান করাতে চায় তাহলে প্রথমে তার ডান দিকের ব্যক্তিকে দিবে। ডান দিকের ব্যক্তির অধিকার অগ্রগণ্য হবে। কিন্তু বাঁ দিকে যদি কোন সম্মানিত বা গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকেন তাহলে ডান দিকের ব্যক্তির অনুমতি নিয়ে তাকে দেয়ায় কোন ক্ষতি নেই। হযরত সাহল ইব্ন সা'দ (রা) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে কিছু পানীয় বস্তু আনা হলে তিনি নিজে পান করার পর দেখালেন তাঁর ডানদিকে একটি বালক বসে আছে এবং বাঁ দিকে কিছু সংখ্যক বয়স্ক লোক বসে আছেন। তিনি বালকটিকে বললেনঃ এসব বয়স্ক লোককে দেয়ার জন্য তুমি কি আমাকে অনুমতি দেবে? সে বললো, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ্র শপথ! আপনার থেকে প্রাপ্ত আমার কোন অংশে আমি কাউকেই অগ্রাধিকার দিব না। হাদীস বর্ণনাকারী বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ বালককেই দিলেন। (বুখারী)