আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬১০৩
৩২৩৫. কোন ব্যক্তি তার মুসলিম ভাইকে বিনাকারণে কাফির বললে তা তার নিজের উপরই বর্তাবে।
৫৬৭৩। মুহাম্মাদ ও আহমদ ইবনে সাঈদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন কোন ব্যক্তি তার মুসলমান ভাইকে ‘হে কাফির’ বলে ডাকে, তখন তা তাদের দু’জনের কোন একজনের উপর অবশ্যই বর্তায়।
