আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭০৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পানি পান করার সময় নবী (ﷺ)-এর শ্বাস গ্রহণের বর্ণনা
৭০৮। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, পানি পানকালে নবী (ﷺ) দুইবার শ্বাস গ্রহণ করেছেন।
أبواب الكتاب
صِفَةُ تَنَفُّسِهِ فِي إِنَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
708 - حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ فُورَكٍ، نَا عَلِيُّ بْنُ سَهْلٍ الرَّمْلِيُّ، نَا مَرْوَانُ، عَنْ رِشْدِينَ بْنِ كُرَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ مَاءً فَتَنَفَّسَ مَرَّتَيْنِ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসটিতে দুইবার শ্বাস গ্রহণ করে পানি পান করার কথা উল্লেখ করা হয়েছে। সম্ভবত এভাবে পানি পানের বৈধতা বর্ণনার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছেন। কোন কোন সময় এভাবে পানি পান করা যে বৈধ এ হাদীসটি তারই প্রমাণ। কেননা, একথা হাদীস থেকে প্রমাণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তিন নিঃশ্বাসে পানি পান করতেন। আর হাদীস বর্ণনাকারীর উদ্দেশ্য যদি এই হয়ে থাকে পানি পান করার মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার শ্বাস গ্রহণ করেছেন তাহলে অন্য সব হাদীসের সাথে এ হাদীসটির কোন বিরোধ বা বৈপরীত্য থাকে না। কারণ, পানি পান করার মাঝখানে যদি দুইবার শ্বাস গ্রহণ করা হয় তাহলে স্বাভাবিকভাবেই তিনটি নিঃশ্বাসে পুরো পানি পান করা হবে। এটি সুন্নত পদ্ধতিও বটে। অন্য কথায় এটিকেই তিন নিঃশ্বাসে পানি পান করা বলা হয়েছে।