আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭০৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পানি পান করার সময় নবী (ﷺ)-এর শ্বাস গ্রহণের বর্ণনা
৭০৬। হযরত আনাস ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, পানি পান করার সময় নবী (ﷺ) তিনবার শ্বাস গ্রহণ করতেন। তিনি (নবী (ﷺ)) বলতেনঃ এটা সবচেয়ে আরামদায়ক, স্বাস্থ্যকর এবং রোগ নিরাময়কারী। আনাস (রা) বলেন, আমি সব সময় তিন নিঃশ্বাসে পানি পান করে থাকি।
أبواب الكتاب
صِفَةُ تَنَفُّسِهِ فِي إِنَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
706 - حَدَّثَنَا أَبُو يَعْلَى، نَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ، نَا عَبْدُ الْوَارِثِ، نَا أَبُو عِصَامٍ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَنَفَّسُ فِي الشَّرَابِ ثَلَاثًا، وَيَقُولُ: هُوَ أَهْنَأُ، وَأَبْرَأُ، وَأَشْفَى. قَالَ أَنَسٌ: فَأَنَا أَتَنَفَّسُ فِي الشَّرَابِ ثَلَاثًا

হাদীসের ব্যাখ্যা:

এ বিষয়ে ‘শামায়েলে তিরমিযী' গ্রন্থে একখানা হাদীস বর্ণিত হয়েছে। ইরশাদ হয়েছেঃ عن أنس بن مالك، رضي الله عنه، أن النبي صلى الله عليه وسلم: كان يتنفس في الإناء ثلاثا إذا شرب، ويقول: هو أمرأ وأروى.“আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত যে, পাত্রে পানি পান করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনদমে পান করতেন। তিনি বলতেনঃ এভাবে পানি পান করা সর্বাপেক্ষা আরামপ্রদ ও তৃপ্তিদায়ক।”
একথা ঠিক যে, একবারে এক নিঃশ্বাসে পান করায় পিপাসা পুরোপুরি নিবৃত্ত হয় না এবং তিনবারে তিন নিঃশ্বাসে পান করার মত তৃপ্তিও পাওয়া যায় না। চিকিৎসাবিদদের মতে তীব্র পিপাসার সময় অতি সামান্য পরিমাণ পানি ধীরে ধীরে পান করা উচিত; একবারে বেশি মাত্রায় পান করায় রোগের আশংকা থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান