আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬০৯৭
৩২৩২. উত্তম চরিত্র সম্পর্কে।
৫৬৬৭। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, মানুষের মধ্যে রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে চাল-চলনে, রীতি-নীতিতে ও স্বভাব-চরিত্রে যার সবচেয়ে বেশী সামঞ্জস্য বিদ্যমান, তিনি হলেন ইবনে উম্মে আবদ (আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ)। যখন তিনি নিজ ঘর থেকে বের হন, তখন থেকে ঘরে ফিরে আসা পর্যন্ত এ সামঞ্জস্য দেখা যায়। তবে তিনি একাকী নিজগৃহে কিরূপ ব্যবহার করেন, তা আমরা জানি না।


বর্ণনাকারী: