আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৫৬৬১
আন্তর্জাতিক নং: ৬০৯১
৩২৩০. মুচকি হাসি ও হাসি প্রসঙ্গে।
৫৬৬১। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... যায়নাব বিনতে উম্মে সালামা (রাযিঃ) তার মাতা উম্মে সালামা রাঃ থেকে বর্ণিত যে, একবার উম্মে সুলায়ম (রাযিঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ তো সত্য কথা বলতে লজ্জা করেন না। মেয়েলোকের স্বপ্নদোষ হলে তাদেরও কি গোসল করতে হবে? তিনি বললেনঃ হ্যাঁ, যদি সে পানি (বীর্য) দেখতে পায়। তখন উম্মে সালামা (রাযিঃ) হেসে দিলেন এবং জিজ্ঞাসা করলেনঃ মেয়ে লোকেরও কি স্বপ্নদোষ হতে পারে? নবী (ﷺ) বললেনঃ তা না হলে, সন্তানের মধ্যে সাদৃশ্য হয় কেমন করে?
باب التَّبَسُّمِ وَالضَّحِكِ
6091 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ: أَنَّ أُمَّ سُلَيْمٍ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ لاَ يَسْتَحِي مِنَ الحَقِّ، هَلْ عَلَى المَرْأَةِ غُسْلٌ إِذَا احْتَلَمَتْ؟ قَالَ: «نَعَمْ، إِذَا رَأَتِ المَاءَ» فَضَحِكَتْ أُمُّ سَلَمَةَ، فَقَالَتْ: أَتَحْتَلِمُ المَرْأَةُ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَبِمَ شَبَهُ الوَلَدِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৫৬৬১ | মুসলিম বাংলা