আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৫৬৫১
আন্তর্জাতিক নং: ৬০৮০
৩২২৭. ভ্রাতৃত্ব ও প্রতিশ্রুতির বন্ধন স্থাপন।
আবু জুহাইফা (রাযিঃ) বলেন, নবী (ﷺ) সালমান ও আবু দারদার মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন।
আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) বলেনঃ আমরা মদীনায় আসলে নবী (ﷺ) আমার ও সা’দ ইবনে রবী-এর মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দেন।
আবু জুহাইফা (রাযিঃ) বলেন, নবী (ﷺ) সালমান ও আবু দারদার মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন।
আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) বলেনঃ আমরা মদীনায় আসলে নবী (ﷺ) আমার ও সা’দ ইবনে রবী-এর মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দেন।
৫৬৫১। মুহাম্মাদ ইবনে সালাম (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার নবী (ﷺ) এক আনসার পরিবারের সাথে সাক্ষাত করতে গেলেন। এরপর তিনি তাদের সেখানে খাবার খেলেন। এরপর যখন তিনি বেরিয়ে আসার ইচ্ছা করলেন, তখন ঘরের মধ্যে এক জায়গায় (নামাযের জন্য) বিছানা করতে নির্দেশ দিলেন। তখন তার জন্য পানি ছিটিয়ে একখানা চাটাই বিছিয়ে দেয়া হল। তারপর তিনি এর উপর নামায আদায় করলেন এবং তাদের জন্য দুআ করলেন।
باب الزيارة، ومن زار قوما فطعم عندهم وزار سلمان، أبا الدرداء في عهد النبي صلى الله عليه وسلم فأكل عنده
6080 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ، عَنْ خَالِدٍ الحَذَّاءِ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَارَ أَهْلَ بَيْتٍ مِنَ الأَنْصَارِ، فَطَعِمَ عِنْدَهُمْ طَعَامًا، فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ، أَمَرَ بِمَكَانٍ مِنَ البَيْتِ فَنُضِحَ لَهُ عَلَى بِسَاطٍ، فَصَلَّى عَلَيْهِ وَدَعَا لَهُمْ»
