আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬০৭৮
৩২২৫. যে আল্লাহর নাফরমানী করে, তার সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েয। কা’ব ইবনে মালিক (রাযিঃ) যখন (তাবুক যুদ্ধের সময়) নবী (ﷺ) এর পেছনে থেকে গিয়েছিলেন, তখনকার কথা উল্লেখ করে বলেন যে, নবী (ﷺ) মুসলিমদেরকে আমাদের সাথে কথাবার্তা বলতে নিষেধ করে দিয়েছিলেন। তিনি পঞ্চাশ দিনের কথাও উল্লেখ করেন।
৫৬৪৯। মুহাম্মাদ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (একদিন) রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি তোমার রাগ ও খুশী উভয়ই বুঝতে পারি। আয়েশা (রাযিঃ) বলেন, আমি জিজ্ঞাসা করলামঃ আপনি তা কিভাবে বুঝে নেন, ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেনঃ যখন তুমি খুশী থাক, তখন তুমি বলঃ হ্যাঁ, মুহাম্মাদের রবের কসম! আর যখন তুমি রাগান্বিত হও, তখন তুমি বলে থাকোঃ না, ইবরাহীমের রবের কসম! আয়েশা (রাযিঃ) বললেন, আমি বললাম হ্যাঁ, আমিতো শুধু আপনার নামটি বর্জন করি।
