আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৫৬৪২
আন্তর্জাতিক নং: ৬০৬৮
৩২২১. কি ধরনের ধারণা করা যেতে পারে।
৫৬৪২। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, লাঈস রাহঃ আমাদের কাছে উপরোক্ত হাদীস বর্ণনা করেন। (এতে রয়েছে) আয়েশা (রাযিঃ) বলেন, একদিন নবী (ﷺ) আমার নিকট এসে বললেনঃ হে আয়েশা! অমুক ও অমুক ব্যক্তি আমাদের দ্বীন, যার উপর আমরা রয়েছি, সে সম্পর্কে কিছু জানে বলে আমি মনে করি না।
باب مَا يَكُونُ مِنَ الظَّنِّ
6068 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، بِهَذَا وَقَالَتْ: دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، وَقَالَ: «يَا عَائِشَةُ، مَا أَظُنُّ فُلاَنًا وَفُلاَنًا يَعْرِفَانِ دِينَنَا الَّذِي نَحْنُ عَلَيْهِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)