আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬০৬৩
৩২১৮. মহান আল্লাহর বাণীঃ নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার ও সদ্ব্যবহারের নির্দেশ দান করেন ....... যাতে তোমরা উপদেশ গ্রহণ করো।
এবং আল্লাহর বাণীঃ তোমাদের সীমা অতিক্রম করার পরিণতি তোমাদেরই উপর বর্তাবে।
এবং আল্লাহর বাণীঃ “যার উপর যুলুম করা হয়, নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করেন”। আর মুসলিম অথবা কাফিরের কু-কর্ম প্রচার থেকে বিরত থাকা।
এবং আল্লাহর বাণীঃ তোমাদের সীমা অতিক্রম করার পরিণতি তোমাদেরই উপর বর্তাবে।
এবং আল্লাহর বাণীঃ “যার উপর যুলুম করা হয়, নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করেন”। আর মুসলিম অথবা কাফিরের কু-কর্ম প্রচার থেকে বিরত থাকা।
৫৬৩৭। হুমায়দী (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এত এত দিন এমন অবস্থায় অতিবাহিত করছিলেন যে, তার খেয়াল হত, যেন তিনি তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন, অথচ তিনি মিলিত হননি। আয়েশা (রাযিঃ) বলেন, এরপর তিনি আমাকে বললেনঃ হে আয়েশা! আমি যে ব্যাপারে জানতে চেয়েছিলাম, সে বিষয়ে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। (আমি স্বপ্নে দেখলাম) আমার নিকট দুই ব্যক্তি এলো। একজন বসল আমার পায়ের কাছে এবং আরেকজন শিয়রে।
পায়ের কাছে বসা ব্যক্তি শিয়রে বসা ব্যক্তিকে জিজ্ঞাসা করলঃ এ ব্যক্তির অবস্থা কি? সে বললঃ তাকে যাদু করা হয়েছে। সে আবার জিজ্ঞাসা করলঃ তাকে কে যাদু করেছে? সে বললঃ লাবীদ ইবনে আ'সাম। সে আবার জিজ্ঞাসা করলঃ কিসের মধ্যে? সে বললঃ নর খেজুর গাছের খোলার ভিতরে তাঁর চিরুনীর এক টুকরা ও আচড়ানো চুল পুরে দিয়ে ‘যারওয়ান’ কূপের মধ্যে একটি পাথরের নীচে রেখেছে।
এরপর নবী (ﷺ) সেখানে গিয়ে দেখে বললেনঃ এ সেই কূপ, যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। সেখানের খেজুর গাছের মাথাগুলো যেন শয়তানের মাথা এবং সে কূপের পানি যেন মেহেদী নিংড়ানো পানি। এরপর নবী (ﷺ) এর নির্দেশে তা কূপ থেকে বের করা হল। আয়েশা (রাযিঃ) বলেন, তখন আমি আরয করলামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কেন (অর্থাৎ এটি প্রকাশ) করলেন না? নবী (ﷺ) বললেনঃ আল্লাহ তো আমাকে শিফা দান করেছেন, আর আমি মানুষের নিকট কারো কুকর্ম ছড়ানো পছন্দ করি না। আয়েশা (রাযিঃ) বলেনঃ লাবীদ ইবনে আ'সাম ছিল ইয়াহুদীদের মিত্র বনু যুরায়কের একব্যক্তি।
পায়ের কাছে বসা ব্যক্তি শিয়রে বসা ব্যক্তিকে জিজ্ঞাসা করলঃ এ ব্যক্তির অবস্থা কি? সে বললঃ তাকে যাদু করা হয়েছে। সে আবার জিজ্ঞাসা করলঃ তাকে কে যাদু করেছে? সে বললঃ লাবীদ ইবনে আ'সাম। সে আবার জিজ্ঞাসা করলঃ কিসের মধ্যে? সে বললঃ নর খেজুর গাছের খোলার ভিতরে তাঁর চিরুনীর এক টুকরা ও আচড়ানো চুল পুরে দিয়ে ‘যারওয়ান’ কূপের মধ্যে একটি পাথরের নীচে রেখেছে।
এরপর নবী (ﷺ) সেখানে গিয়ে দেখে বললেনঃ এ সেই কূপ, যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। সেখানের খেজুর গাছের মাথাগুলো যেন শয়তানের মাথা এবং সে কূপের পানি যেন মেহেদী নিংড়ানো পানি। এরপর নবী (ﷺ) এর নির্দেশে তা কূপ থেকে বের করা হল। আয়েশা (রাযিঃ) বলেন, তখন আমি আরয করলামঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কেন (অর্থাৎ এটি প্রকাশ) করলেন না? নবী (ﷺ) বললেনঃ আল্লাহ তো আমাকে শিফা দান করেছেন, আর আমি মানুষের নিকট কারো কুকর্ম ছড়ানো পছন্দ করি না। আয়েশা (রাযিঃ) বলেনঃ লাবীদ ইবনে আ'সাম ছিল ইয়াহুদীদের মিত্র বনু যুরায়কের একব্যক্তি।
