আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৩০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর সুগন্ধি পছন্দ করা ও সুগন্ধি ব্যবহার করার বর্ণনা
২৩০। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন মুখ্‌তার (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلطِّيبِ وَتَطَيُّبِهِ بِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
230 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ، نَا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ مَنْصُورٍ الطُّوسِيُّ، قَالَا: نَا أَبُو أَحْمَدَ، نَا شَيْبَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُخْتَارِ، بِمِثْلِهِ

হাদীসের ব্যাখ্যা:

‘সুক্কাহ’ শব্দটির দু’টি ব্যাখ্যা আছে। এক. সুক্কাহ্ অর্থ আতরদানী, আতর রাখার পাত্র। সাধারণত শব্দটি এ অর্থে অধিক প্রচলিত। তবে ‘কামূস’ অভিধানে মিশ্রণ দ্বারা তৈরি এক ধরনের বিশেষ আতরকে সুক্কাহ বলা হয়। কামূস অভিধানে দ্বিতীয় অর্থটিকে প্রাধান্য দেয়া হয়েছে।
উপরোক্ত হাদীসসমূহের আলোকে আরো বোঝা যায় যে, সুগন্ধি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে খুবই পছন্দের জিনিস ছিলো। বিশেষ সুক্কাহ্ নামক সুগন্ধি বেশি ব্যবহার করতেন। এ সুক্কাহ্‌ নানা জাতীয় সুগন্ধির মিশ্রণ দ্বারা তৈরি করা হতো।
tahqiqতাহকীক:তাহকীক চলমান