আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২২৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর সুগন্ধি পছন্দ করা ও সুগন্ধি ব্যবহার করার বর্ণনা
২২৬। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এমনটা কখনো দেখিনি যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে সুগন্ধি পেশ করা হয়েছে আর তিনি তা ফিরিয়ে দিয়েছেন।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلطِّيبِ وَتَطَيُّبِهِ بِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
226 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا هُدْبَةُ. وَأَخْبَرَنَا ابْنُ مَنِيعٍ، نَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلَّامٍ، قَالُوا: نَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، نَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَ عَلَيْهِ طِيبٌ فَرَدَّهُ

হাদীসের ব্যাখ্যা:

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নীতি ছিলো যে, তাকে যদি সুগন্ধি জাতীয় কোন জিনিস হাদিয়া হিসেবে দেওয়া হতো তখন তা ফিরিয়ে দিতেন না। জামি তিরমিযী গ্রন্থে হযরত আবদুল্লাহ্ ইব্‌ন উমর (রা) সূত্রে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তিনটি জিনিস এমন যা ফিরিয়ে দেয়া যায় না। এক. বালিশ, দুই. সুগন্ধি ও তিন. দুধ। অপর একটি হাদীসে হযরত আনাস ইব্‌ন মালিক (রা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সুগন্ধি জাতীয় জিনিস ফিরিয়ে দিতেন না । একটি হাদীসে হযরত আবূ উসমান নাহদী (রা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, কেউ যদি তোমাদেরকে রেহানা ফুল উপহার দেয় তাহলে সেটি ফিরিয়ে দিও না। কেননা এটি বেহেশত থেকে আগত একটি ফুল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান