আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ১৮৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর ধৈর্য ও সহিষ্ণুতা এবং ক্রোধ সংবরণ বিষয়ক রিওয়ায়াতসমূহ
১৮৩। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী (ﷺ) এর দরবারে উপস্থিত হয়ে বললো, ইয়া রাসূলাল্লাহ্! আমাকে আরোহণ করার জন্য একটি বাহন দান করুন। নবী (ﷺ) বললেন, ঠিক আছে। তোমাকে আমি আরোহণের জন্য একটি উট্‌নীর বাচ্চা দিব। প্রার্থনাকারী বৃদ্ধ লোকটি বললো, উট্‌নীর বাচ্চা দিয়ে আমি কি করবো ? (আমার তো আরোহণের উপযুক্ত বয়স্ক কোন উট কিংবা উট্‌নীর প্রয়োজন) নবী (ﷺ) বললেনঃ প্রতিটি উট্‌ই কোন না কোন উট্‌নীর বাচ্চা। অনুরূপভাবে নবী (ﷺ) একদা কৌতুকচ্ছলে বলেছিলেন, (মনে রাখবে) বেহেশ্‌তে কোন বৃদ্ধা প্রবেশ করবে না ।
أبواب الكتاب
مَا رُوِيَ فِي كَظْمِهِ الْغَيْظَ وَحِلْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
183 أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، نَا خَالِدٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: احْمِلْنِي، فَقَالَ: إِنَا حَامِلُوكَ عَلَى وَلَدِ النَّاقَةِ. قَالَ الشَّيخُ: وَمَا أَصْنَعُ بِوَلَدِ النَّاقَةِ. فَقَالَ: وَهَلْ تَلِدُ الْإِبِلُ إِلَّا النُّوقَ؟ وَقَالَ: لَا يَدْخُلُ الْجَنَّةَ عَجُوزٌ

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীসের আলোকে বোঝা যায় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করতেন। কিন্তু তাঁর কৌতুকগুলি সর্বদা এমন হতো যা হৃদয়ে আনন্দের সঞ্চার ও প্রফুল্লতা সৃষ্টিসহ সত্য ও বাস্তবসম্মত হয়ে থাকতো। সে মতে তিনি আরোহণের জন্তু সম্পর্কে যা বলেছেন সে ছিল কৌতুক। তারপর প্রশ্নকারীর মনে দ্বিধা-দ্বন্দ্ব দেখে তিনি নিজেই কথাটির রহস্য খুলে দিয়েছেন। আর দ্বিতীয় ক্ষেত্রে তিনি কোন বৃদ্ধা বেহেশ্‌তে প্রবেশ করবে না বলে যে উক্তি করেছেন সেটিও রহস্যপূর্ণ। কেননা কিয়ামতের দিনে সকল বৃদ্ধই তারুণ্যের রূপ নিয়ে বেহেশ্‌তে প্রবেশ করবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান