আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ১৬১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) কর্তৃক অপছন্দনীয় জিনিস পরিহার ও এড়িয়ে যাওয়া সম্পর্কিত রিওয়ায়াতসমূহ
১৬১। হযরত মুহাজির ইব্ন কুনফুয (রাযিঃ) থেকে বর্ণিত, একবার তিনি নবী (ﷺ) -এর নিকট উপস্থিত হন এবং সালাম করেন। নবী (ﷺ) ঐ সময় পেশাব করছিলেন। তাই তিনি সালামের জবাব দিলেন না। তারপর (পেশাব শেষ করে) তিনি ওযূ করে তার কাছে ওজর পেশ করলেন। বললেন, পবিত্রতা ছাড়া আল্লাহ্ নাম নেয়া আমার কাছে ভাল মনে হয়নি।
أبواب الكتاب
وَمَا رُوِيَ فِي إِغْضَائِهِ وَإِعْرَاضِهِ عَمَّا كَرِهَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
161 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا أَبُو مُوسَى، نَا عَبْدُ الْأَعْلَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ حُضَيْنِ بْنِ الْمُنْذِرِ، عَنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذٍ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ، ثُمَّ تَوَضَّأَ، ثُمَّ اعْتَذَرَ إِلَيْهِ، فَقَالَ: إِنَّى كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ إِلَّا عَلَى طُهْرٍ
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের মর্ম স্পষ্ট। অপর এক হাদীসে হযরত জাবির ইব্ন আবদুল্লাহ্ (রা) বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করছিলেন। তখন জনৈক ব্যক্তি সেখান দিয়ে গমন করছিলো এবং সে ঐ অবস্থায়ই তাঁকে সালাম করলো। তিনি ঐ অবস্থায় সালামের জবাব দিলেন না এবং পেশাব শেষ করে বললেন, তোমরা যখন আমাকে এরূপ অবস্থায় দেখবে, তখন সালাম করবে না। যদি সালাম করো, তবে আমি তার জবাব দেবো না। (সুনানে ইন মাজা, পৃষ্ঠা ৩০)
ফকীহ্গণ যেসব অবস্থায় সালাম দেয়া মাকরূহ লিখেছেন, তার মধ্যে একটি হচ্ছে পেশাবরত অবস্থায় কাউকে সালাম করা এবং ঐ অবস্থায় সালামের জবাব দেওয়াও মাকরূহ।
ফকীহ্গণ যেসব অবস্থায় সালাম দেয়া মাকরূহ লিখেছেন, তার মধ্যে একটি হচ্ছে পেশাবরত অবস্থায় কাউকে সালাম করা এবং ঐ অবস্থায় সালামের জবাব দেওয়াও মাকরূহ।