আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ১১৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর নম্রতা ও বিনয়
১১৯। হযরত নসর ইব্‌ন ওয়াহ্হাব খোযাঈ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) এমন একটি গাধার পিঠে আরোহণ করেন যেখানে বসার কোন গদি ছিল না। তবে রশির লাগাম পরা ছিল এবং এর উপর একখণ্ড পুরাতন চামড়া রাখা ছিল। তারপর তিনি হযরত মুআয ইব্‌ন জাবাল (রাযিঃ)-কে ডেকে নেন এবং নিজের পেছনে আরোহণ করান।
أبواب الكتاب
مَا ذُكِرَ مِنْ تَوَاضُعِهِ
119 - حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ أَحْمَدَ الشَّامِيُّ، نَا هِشَامُ بْنُ عَمَّارٍ، نَا سَعِيدُ بْنُ يَحْيَى، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي حْميَدَ، عَنْ أَبِي الْمَلِيحِ، حَدَّثَنِي نَصْرُ بْنُ وَهْبٍ الْخُزَاعِيُّ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكِبَ حِمَارًا مَرْسُونًا بِغَيْرِ سَرْجٍ مُوكَفٌ عَلَيْهِ قَطِيفَةٌ جَزَرِيَّةٌ، ثُمَّ دَعَا مُعَاذَ بْنَ جَبَلٍ فَأَرْدَفَهُ

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীস থেকেও প্রিয় -এর পরম বিনয়-নীতির প্রমাণ পাওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও প্রয়োজনের মুহূর্তে একটি সাধারণ গাধার পিঠে আরোহণ করতে দ্বিধা করেননি। অথচ তিনি যদি সামান্য ইঙ্গিতটুকুও করতেন তা হলে জান কুরবান হযরত উসমান ইব্‌ন আফ্ফান (রা)-এর মত দানবীর সাহাবীগণ তাঁকে উন্নত থেকে উন্নততর সাওয়ারীর ব্যবস্থা করে দিতে বিন্দুমাত্রও বিলম্ব করতেন না।
একখানা হাদীসে হযরত আবূ সালামা (রা) বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যবান মুবারক থেকে শুনেছি যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তির মনে শস্যদানা পরিমাণ অহংকার থাকবে সে বেহেশতে প্রবেশ করবে না। (তারগীব ওয়া তারহীব, খ. ৪, পৃষ্ঠা ৪৫)
tahqiqতাহকীক:তাহকীক চলমান