আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ১০৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর সাহসিকতা ও বীরত্ব
১০৯। হযরত ইমরান ইব্‌ন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, কোন শত্রুবাহিনীর সঙ্গে নবী (ﷺ) -এর যখন মুকাবিলা হতো তখন যুদ্ধে তিনিই থাকতেন প্রথম আক্রমণকারী।
أبواب الكتاب
فَأَمَّا [ص:313] مَا ذُكِرَ مِنْ شَجَاعَتِهِ
109 - حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ أَبَانَ، نَا عُمَرُ بْنُ سَعِيدٍ، نَا إِسْحَاقُ يَعْنِي ابْنَ رَاهَوَيْهِ، نَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، نَا عُمَرُ الزَّيَّاتُ، عَنْ سَعِيدِ بْنِ عُثْمَانَ الْعَبْدِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ الْحُصَيْنِ، قَالَ: «مَا لَقِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتِيبَةً إِلَّا كَانَ أَوَّلَ مَنْ يَضْرِبُ»

হাদীসের ব্যাখ্যা:

কাফির, মুশরিক ও আল্লাহ্‌র দুশমনদের বিরুদ্ধে তরবারি উত্তোলনের কাজেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন সবার অগ্রে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর এই ভূমিকা গ্রহণ তাঁর অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় বহন করে। তা ছাড়া তিনি মানসিকভাবে কতখানি দৃঢ়চেতা ও প্রবল শক্তিমান ছিলেন বর্ণিত হাদীস থেকে এটি সুস্পষ্ট হয়ে ওঠে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান