আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর দয়া, পরম ধৈর্য ও ক্রোধ সংবরণ
৩৬। হযরত আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু উমায়র নামে আমার এক ভাই ছিল। (বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি বলেছিলেন, তার দুধ ছাড়ানো হয়েছিল) রাসূলুল্লাহ্ (ﷺ) যখন তাকে দেখতেন, তখন বলতেন, হে আবু উমায়র! কোথায় গেলে তোমার নুগায়র? নুগায়রের সাথে ঐ ছেলেটি খেলা করতো।
أبواب الكتاب
كَرَمُهُ وَكَثْرَةُ احْتِمَالِهِ وَكَظْمُهُ الْغَيْظَ، وشِدَّةُ حَيَائِهِ وعَفْوُهُ وَصَفْحُهُ وجُودُهُ وَسَخَائُهُ
36 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا جَعْفَرُ بْنُ مِهْرَانَ، نَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ لِي أَخٌ يُقَالُ لَهُ: أَبُو عُمَيْرٍ أَحْسِبُهُ قَالَ: فَطِيمًا وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَآهُ، قَالَ: أَبُو عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ؟ نُغِيرٌ كَانَ يَلْعَبُ بِهِ