আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬০৩১
৩২০০. নবী (ﷺ) অশালীন ছিলেন না, আর ইচ্ছে করে অশালীন উক্তি করতেন না।
৫৬০৫। আসবাগ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) গালি-গালাজকারী, অশালীন ও অভিশাপদাতা ছিলেন না। তিনি আমাদের কারো উপর অসন্তুষ্ট হলে কেবল এতটুকু বলতেন, তার কি হল, তার কপাল ধূলাময় হোক।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন