ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৬৯২
সকালে ও সন্ধ্যায় কী বলবে
(২৬৯২) আবু হুরাইরা রা. বলেন, যখন সকাল হত তখন রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, 'হে আল্লাহ, আপনাতেই আমরা সকালে উপনীত হলাম, আপনাতেই আমরা সন্ধ্যায় উপনীত হলাম, আপনাতেই আমরা জীবন লাভ করি, আপনাতেই আমরা মৃত্যুবরণ করি এবং আপনার দিকেই পুনরুত্থান'। আর সন্ধ্যা হলে তিনি বলতেন, 'হে আল্লাহ, আপনাতেই আমরা সন্ধ্যায় উপনীত হলাম, আপনাতেই আমরা জীবন লাভ করি, আপনাতেই আমরা মৃত্যুবরণ করি এবং আপনার দিকেই পুনরুত্থান'।
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول إذا أصبح: اللهم بك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت وإليك النشور وإذا أمسى قال: اللهم بك أمسينا وبك نحيا وبك نموت وإليك النشور.
