ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৬৬৭
নবী (ﷺ) এর উপরে সালাতের মর্যাদা
(২৬৬৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ আমার উপর একবার সালাত [দরূদ] পাঠ করে তবে আল্লাহ তার উপর দশবার সালাত (রহমত) করেন।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من صلى علي واحدة صلى الله عليه عشرا.
