ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৬৫৬
ইসতিগফার ও ইসতিগফারের মর্যাদা
(২৬৫৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ বেশী বেশী ইসতিগফার বা ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ তার জন্য সকল দুশ্চিন্তার সমাধান করেন, সকল সংকীর্ণতা বা কষ্ট থেকে বের হওয়ার পথ করে দেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিযক দান করেন।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من أكثر من الاستغفار (من لزم الاستغفار) جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب.
