ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৫৪
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৫৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ বলে 'লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ' (নেই কোনো অবলম্বন এবং নেই কোনো শক্তি আল্লাহতে ছাড়া) তবে তা ৯৯টি ব্যাধির ঔষধ হবে, সবচেয়ে সহজ ব্যাধি হল দুশ্চিন্তা।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من قال لا حول ولا قوة إلا بالله كان دواء من تسعة وتسعين داء أيسرها الهم.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৬৫৪ | মুসলিম বাংলা