ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৪৭
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৪৭) আবু আইউব আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ দশবার বলে, ‘নেই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া, তিনি একক, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই, এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান', তবে সে যেন ইসমাঈল সন্তানদের মধ্য থেকে চারব্যক্তিকে দাসত্ব থেকে মুক্ত করল, অর্থাৎ এরূপ চারটি দাস মুক্ত করার সমপরিমাণ সাওয়াব সে অর্জন করবে।
عن أبي أيوب الأنصاري رضي الله عنه مرفوعا: من قال: لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير عشر مرار كان كمن أعتق أربعة أنفس من ولد إسماعيل.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৬৪৭ | মুসলিম বাংলা