ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৫৯১
লোক শোনানো ও লোক দেখানোর জন্য কর্ম করার নিন
(২৫৯১) মাহমুদ ইবন লাবীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সবচেয়ে বেশী যে বিষয়টি আমি তোমাদের জন্য ভয় করি তা হল ক্ষুদ্রতর শিরক: রিয়া বা লোক দেখানোর জন্য কর্ম করা।
عن محمود بن لبيد رضي الله عنه مرفوعا: إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر... الرياء.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫৯১ | মুসলিম বাংলা