ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৫৮৭
অত্যাচার ও কৃপণতার নিন্দা
(২৫৮৭) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যুলুম-অত্যাচার কিয়ামতের দিন গভীর তমসাবৃত অন্ধকারে পরিণত হবে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا قال: الظلم ظلمات يوم القيامة
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৫৮৭ | মুসলিম বাংলা