ফিকহুস সুনান ওয়াল আসার
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
হাদীস নং: ২৫৬৮
 ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
অস্পষ্ট ও সন্দেহযুক্ত বিষয় বর্জন এবং হৃদয় বিশুদ্ধকরণের প্রয়োজনীয়তা
(২৫৬৮) আবু সা'লাবা খুশানি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ কিছু বিষয় ফরয করেছেন, তোমরা সেগুলো নষ্ট করবে না, এবং তিনি কিছু সীমা নির্ধারণ করেছেন, তোমরা সেগুলো অতিক্রম করবে না, এবং তিনি কিছু বিষয় হারাম করেছেন, তোমরা সেগুলো অমান্য করবে না, এবং তিনি কিছু বিষয় থেকে চুপ থেকেছেন তোমরা সে বিষয়গুলো নিয়ে গবেষণা করবে না।
كتاب الإحسان
عن أبي ثعلبة الخشني رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أن الله فرض فرائض فلا تضيعوها وحد حدودا فلا تعتدوها وحرم أشياء فلا تنتهكوها وسكت عن أشياء فلا تبحثوا عنها.