ফিকহুস সুনান ওয়াল আসার
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ২৫৪৫
দাদীদের উত্তরাধিকার
(২৫৪৫) তাবিয়ি শা'বি বলেন, আলী রা. ও যাইদ রা. দাদী নানীদেরকে উত্তরাধিকার প্রদান করতেন নিকটবর্তীকে অগ্রাধিকারের ভিত্তিতে।
عن الشعبي قال: كان علي وزيد رضي الله عنهما يورثان من الجدات الأقرب فالأقرب.
