ফিকহুস সুনান ওয়াল আসার
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ২৫৪৩
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
দাদীদের উত্তরাধিকার
(২৫৪৩) ইবন বুরাইদা তার পিতা বুরাইদা আসলামি রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (Å) নানীকে একষষ্ঠাংশ প্রদান করেছেন, যদি তার নিম্নে মা না থাকে।
كتاب الوصايا و الفرائض
عن ابن بريدة عن أبيه أن النبي صلى الله عليه وسلم جعل للجدة السدس إذا لم يكن دونها أم.