ফিকহুস সুনান ওয়াল আসার

৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৫৪৩
দাদীদের উত্তরাধিকার
(২৫৪৩) ইবন বুরাইদা তার পিতা বুরাইদা আসলামি রা. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (Å) নানীকে একষষ্ঠাংশ প্রদান করেছেন, যদি তার নিম্নে মা না থাকে।
عن ابن بريدة عن أبيه أن النبي صلى الله عليه وسلم جعل للجدة السدس إذا لم يكن دونها أم.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫৪৩ | মুসলিম বাংলা