ফিকহুস সুনান ওয়াল আসার

৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৫২০
ওসিয়্যতের উপরে ঋণ অগ্রাধিকার লাভ করবে
(২৫২০) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফায়সালা দিয়েছেন যে, ঋণ ওসিয়্যতের পূর্বে।
عن علي رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قضى بالدين قبل الوصية.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫২০ | মুসলিম বাংলা